প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে নড়াইলের আরও ১৮০ পরিবার

জেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে আরও ১৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে নড়াইলে ৮০৭ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।
আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান ।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান,নড়াইল সদর উপজেলায় ৩টি ঘর,লোহাগড়া উপজেলায় ৭টি ঘর ও কালিয়া উপজেলায় ১৭০টি ঘর হস্তান্তর করা হবে।আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপে ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে।ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত দু’শতাংশ জমির উপর ২লাখ ৫৯লাখ টাকা ব্যয়ে উন্নতমানের দু’রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর,একটি টয়লেট,কমন স্পেস ও বারান্দা।জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে এডিসি উল্লেখ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *