৩৬৫ রানে অলআউট স্বাগতিক বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৭ রান করেছিলো বাংলাদেশ। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন অষ্টম ওভারে আউট হন লিটন। ২৪৬ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কায় ১৪১ রান করেন লিটন। ৩২ মাস পর টেস্ট খেলতে নেমে খালি হাতে বিদায় নেন মোসাদ্দেক হোসেন। পরের দিকে তাইজুল ইসলাম ১৫ ও খালেদ আহমেদ শুন্য রানে ফিরেন।
শেষ ব্যাটার হিসেবে শুন্য হাতে রান আউট হন এবাদত হোসেন। তবে অন্যপ্রান্তে অপরাজিত থেকে যান মুশফিক। ২১টি চারে ৩৫৫ বল খেলে নিজের ইনিংসটি সাজান মুশফিক।
শ্রীলংকার দুই পেসার কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *