অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওপর রুশ নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ছাড়া, সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য, প্রতিনিধি পরিষদ, সিনেট এবং আঞ্চলকি আইনসভার সদস্যসহ ২২৮ অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

রাশিয়ার তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার সেনা সদস্য, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং সাংবাদিকদেরও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হবে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ সে দেশের গভর্নর জেনারেল সিনথিয়া কিরো, সরকার ও সংসদ সদস্যসহ মোট ১৩০ জন নাগরিককে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মস্কোর অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গতকাল বৃহস্পতিবার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *