মমতা হাঁটবেন পরপর ৩ দিন

এনআরসি ও ক্যাবের বিরোধিতা করে আজ সোমবার পদযাত্রার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের পাদদেশ থেকে উত্তর কলকাতার জোড়াসাঁকো পর্যন্ত এই পদযাত্রা হবে বলে জানা গেছে।

পরের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে একই রকম প্রতিবাদ মিছিল হবে যদুবাবুর বাজার পর্যন্ত।

আগামী বুধবার হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং। তারপর আগামী রোববার রাজ্যের প্রত্যেকটি জেলার সদর শহর এবং আগামী সোমবার প্রতিটি ব্লকে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকেদের নিয়ে প্রতিবাদ মিছিল করার নির্দেশ রয়েছে মমতার।

এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। দিল্লিতে বাসে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আসামের গোয়াহাটিতে মারা গেছেন আহত দুই বিক্ষোভকারী।

অপরদিকে, আইনের বিরোধিতা করে অনশনে বসছেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *