গত রাতটা ছিল রিয়াল-বার্সার রাজত্ব প্রতিষ্ঠার লড়াই। লা লিগায় এবারের প্রথম এল ক্লাসিকো ছিল দুই দলের জন্যই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার প্রতিযোগিতা। তা আর হলো কই, দর্শকরা গোল দেখা থেকে বঞ্চিত থাকলো। এল ক্লাসিকোতে ১৭ বছর পর এই প্রথম গোলের খরা দেখা গেলো। যদিও পয়েন্ট ভাগাভাগিতে দু’দলই থাকলো সমানে সমান।বিস্তারিত..