রুশ শিশুর আয় বছরে ১৫২ কোটি টাকা
2019-12-21
পাঁচ বছরের এক শিশু বছরে ইউটিউব থেকে আয় করে প্রায় ১৫২ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার টাকা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারের তালিকায় ঢুকে পড়েছে পাঁচ বছরের আনাস্তাসিয়া রাডজিনস্কায়া। আনাস্তাসিয়া, ইন্টারনেটে ন্যাস্তিয়া নামেও পরিচিত। ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছয়টি ইউটিউব চ্যানেল চালায়। যেখানে ন্যাস্তায়ি ওবিস্তারিত..