নিখুঁত কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ। টেকনিকে গলদ নেই। ব্যাকরণ মেনেই গ্রিপ ধরেছে। অথচ পরনে ডায়াপার। কতই বা বয়স হবে! সদ্য হাঁটা শিখেছে হয়তো। বেশ কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে বিস্ময় শিশুর ভিডিও। মাসখানেক আগে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এই খুদে ক্রিকেটারের ছবি টুইট করেন। গত শনিবার কেভিন পিটারসেনবিস্তারিত..