গঙ্গার ঘাটে হঠাৎ মোদির হোঁচট!
2019-12-15
জাতীয় গঙ্গা পরিষদের প্রথম বৈঠক। নরেন্দ্র মোদি তাই গতকাল গিয়েছিলেন উত্তরপ্রদেশের কানপুরে। স্পিডবোটে চড়ে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে গঙ্গা সাফাইয়ের কাজ পরিদর্শন করার পরে ‘অটল ঘাট’-এর সিঁড়ি বেয়ে তরতরিয়েই উঠছিলেন মোদি। সামনে-পেছনে রয়েছে সতর্ক এসপিজি বাহিনী। আচমকা তাদের, শ’খানেক টিভি ক্যামেরার, ছোটবড় নেতা-কর্মীর, উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের নিঃশ্বাস বন্ধ করেবিস্তারিত..