রাজধানীর গোলাপবাগ মাঠেই ১০ ডিসেম্বরের গণসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সেখানে সমাবেশের প্রস্তুতি নিতে বিএনপিকে জানানো হয়েছে।
তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি নিতে বলেছেন। সেখানে আমাদেরকে সবধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমাদের গণসমাবেশ গোলাপবাগ মাঠে হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটি পুলিশের দৈনিন্দন কার্যক্রমের অংশ। আমরা আইনগতভাবে মোকাবিলা করব।
কমলাপুরে অনুমতি না পাওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে যেহেতু খেলা চলছে, তাই আমাদেরকে বিকল্প ভেন্যুর প্রস্তাবের কথা বলা হয়। সেই হিসেবে আমরা গোলাপবাগ মাঠের জন্য আবেদন করি।