১০ বিভাগীয় শহরে গণসমাবেশের ঘোষণা বিএনপির

সমাবেশ কর্মসূচির মধ্যে আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম মহানগরে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, ঢাকার সমাবেশগুলোয় জনসম্পৃক্ততা অনেক বেড়েছে। আমরা জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে চাই। প্রচণ্ড গণ-আন্দোলন সৃষ্টি করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই।’

সমাবেশ কর্মসূচিগুলোয় সরকারদলীয় নেতা-কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, আক্রমণ তো হচ্ছে। আক্রমণ করতে চাইলে তারা করবে, জনগণই এটা প্রতিহত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.