বাংলাদেশের আপত্তির জেরে ফেসবুক থেকে পতাকার ছবি সরালো পাকিস্তান

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পর ঢাকায় পাকিস্তানী হাইকমিশন তাদের ফেসবুক পাতার কাভার ফটো থেকে বাংলাদেশে ও পাকিস্তানের পতাকার সমন্বয়ে তৈরি একটি ইলাস্ট্রেশন সরিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময় বেলা সাড়ে বারটার দিকে ছবিটি পরিবর্তন করে শুধু পাকিস্তানের পতাকা দেয়া হয়েছে কাভার ফটো হিসেবে।

গত একুশে জুলাই তারা বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একটি আরেকটির সাথে জুড়ে দিয়ে একটি ছবি ফেসবুক পাতার কাভার ফটো হিসেবে প্রকাশ করে।

পরে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংগঠন প্রতিক্রিয়া দেখাতে শুরু করলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাইকমিশনকে শনিবার ছবিটি সরিয়ে নেয়ার অনুরোধ জানায়।

আজ রবিবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “এটি আমাদের ভালো লাগেনি। তাই বলেছি তোমরা ছবিটি দয়া করে সরিয়ে নাও”।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.