ডা. সামন্ত লালের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম যাচ্ছে চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষজ্ঞ একটি টিম চট্টগ্রাম যাচ্ছে। তিনি বলেন, আমরা আগামীকাল সোমবার একটি টিম চট্টগ্রাম যাবো।

আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুইজন আমাদের এখানে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের শঙ্কামুক্ত বলতে পারি না। ঘটনার পর থেকে চট্টগ্রামের চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, প্রাথমিক ট্রিটমেন্ট দেয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক হতাহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.