জলপাইগুড়ি-ঢাকা রুটে নতুন আন্তর্জাতিক ট্রেনের চলাচল শুরু

পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে একটি যাত্রীবাহী ট্রেন বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে, যেটি উত্তরবঙ্গের নীলফামারি জেলার চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

মিতালী এক্সপ্রেস নামের এই ট্রেনটির মাধ্যমে বহু বছর পর এই রুটে ভারত ও বাংলাদেশের ট্রেন যোগাযোগ স্থাপিত হল।

বুধবার সকালে দিল্লিতে মিতালী এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল ফ্ল্যাগ অফের পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে।

ঢাকায় এটির পৌঁছানোর কথা রাত দশটায়।

এর আগে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা-কোলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস নামের ট্রেনটিও গত ২৯শে মে পুনরায় যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, মিতালী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দু দিন উভয় প্রান্ত থেকে চলাচল করবে, মোট চারটি ট্রিপ থাকবে।

বাংলাদেশ থেকে রওনা হওয়া যাত্রীদের ঢাকায় ক্যান্টনমেন্ট স্টেশনে আর ভারত থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে।

দিল্লিতে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে থেকে আগেই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিলো যে মিতালী এক্সপ্রেস চালু হলে সপ্তাহে চার দিন এটি চলাচল করবে।

নিউ জলপাইগুড়ি থেকে রবি ও বুধবার আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার ছেড়ে যাবে ট্রেনটি।

পথে হলদিবাড়ি ও চিলহাটি স্টেশনে ট্রেনটি থামার কথা রয়েছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী নিউজলপাইগুড়ি থেকে বেলা পৌনে বারোটায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে দশটায়।

অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত সাড়ে নয়টায় ছেড়ে জলপাইগুড়ি পৌঁছাবে সকাল সোয়া সাতটায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.