পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

ভারতে গ্রেফতার পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনও বাংলাদেশে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পি কে হালদার বাংলাদেশের ওয়ানটেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেকদিন ধরেই চাচ্ছি। সে এরেস্ট হয়েছে। কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি এখনো কিছু আসেনি। আমাদের যা কাজ, আমরা আইনগত ব্যবস্থা নেব।

এর আগে শনিবার (১৪ মে) দুপুরে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারসহ ছয়জনকে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করা হয়।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে এক অভিযানে আলোচিত পিকে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো বলছে, ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করতেন। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *