গত বছরের সেপ্টেম্বরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে গিয়েছিল নিউজিল্যান্ড দল। কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছিল কিউইদের। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎই ‘নিরাপত্তা হুমকিতে’ প্রথম ওয়ানডে শুরুর ঘণ্টাখানেক আগে সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড। ওই ঘটনার রেশ ধরে ইংল্যান্ড দলও বাতিল করে পাকিস্তান সফর। এমনকি ইংলিশ ক্রিকেট বোর্ড এশিয়ার দেশটিতে পাঠায়নি তাদের মেয়েদের দলকেও।
ক্রিকেটের বড় দুটি দেশের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। তবে গত মার্চে অস্ট্রেলিয়া দল পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেললে সব শঙ্কা দূর হয়ে যায়। আর এখন তো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের আসার ঘোষণাই দিলো পিসিবি।
সূচি অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। ওই দফার সিরিজ শেষ করে আবারও নভেম্বরে পাকিস্তানে যাবে ইংলিশরা। সেবার তারা খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
ইংল্যান্ডের দ্বিতীয় দফার সিরিজ শেষের পরপরই নিউজিল্যান্ড যাবে দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ইংলিশদের মতো তারাও দুই দফায় পাকিস্তান সফর করবে। ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয় দফার সফরে কিউইরা খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।