জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে হাফিজ মুহাম্মদ সাইদকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসবাদ বিরোধী আদালত। জামাতুদ দাওয়া সংগঠনের প্রধান সাইদের বিরুদ্ধে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের আনা দু’টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়। এছাড়া তাকে ৩ লাখ ৪০ হাজার রূপি জরিমানাও করা হয়েছে। এ খবর দিয়েছে ডন।
রায়ে বিচারক এজাজ বাটার বলেন, জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনায় সাইদ অর্থায়ন করতেন এবং বিভিন্ন ফান্ড থেকে অর্থ সংগ্রহ করতেন। সাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। ২০১৯ সাল থেকে জামাতুদ দাওয়া সংগঠনের প্রধান অনেক নেতা কারাগারে রয়েছে। বাকিদের বিরুদ্ধেও মামলা চলছে। শুধুমাত্র জামাতুদ দাওয়ার নেতাদের বিরুদ্ধে ৪১ টি মামলা করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট।
এখন পর্যন্ত এর মধ্যে ২৭টি রায় হয়েছে।