ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ৩১তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুট। বাংলাদেশ সময় আজ (শনিবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে বেশ ভালো অবস্থায় রয়েছে পিএসজি। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ২১টিতেই জিতেছে তারা, ড্র করেছে ৫টি ম্যাচে। হেরেছে বাকি ৪টি ম্যাচ। অন্যদিকে, ক্লেরমন্ট ফুটের অবস্থা খুবই শোচনীয়। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র সাতটিতে। হেরেছে ১৬টিতে, বাকি ৭টি ম্যাচ ড্র করেছে।
বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার উপরে। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। বিপরীতে ক্লেরমন্ট ৩০ ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ২৮ পয়েন্ট। তাদের অবস্থান ১৭ নম্বরে। এই ম্যাচে পিএসজির একাদশে দেখা যাবে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে। ইনজুরি কাটিয়ে ফেরা সার্জিও রামোসও থাকছেন।