গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ইসির সংলাপ

গণমাধ্যম ব্যক্তিদের নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়। এই ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিদের আলোচনা করছে সংস্থাটি।

এর আগে, ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। সবমহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সংশ্লিষ্টরা জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই বিষয়ে মতামত দেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজকে (বুধবার) সকাল ১১টায় সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ শুরু করেন নির্বাচন কমিশন।

ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছে কমিশন। এজন্য ৩৪ গণমাধ্যম ব্যক্তির সঙ্গে আলোচনা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *