ছন্দ হারানো আশরাফুলের যেন মঙ্গলবারই মঙ্গল হয়েছে। গত ছয় ইনিংসে দুটি অর্ধশতক হাঁকালেও আশরাফুল ছিলেন অধারাবাহিক। তবে সপ্তম ম্যাচে শতকের দেখা পেলে আশরাফুল।
বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েন আশরাফুল ও মাইশুকুর। আশরাফুলের অর্ধশতকটি আসে খুবই ধীর গতিতে। ৭৭ বলে অর্ধশতক হাঁকান আশরাফুল। সেঞ্চুরি হাঁকাতে আশরাফুল বল খেলেছেন ১১০টি।
তবে শতক করেও এগিয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। ১৩৯ বলে ১৪১ রান করে অপরাজিত থেকেছেন তিনি। এই ইনিংসে ১৬ চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল।