২৭ দেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাকি রইলো ৫

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা  বিশ্বকাপ। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আয়োজনে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ২৭টি দেশ। বাকি রয়েছে আরও ৫টি ।

২৭টি দেশের মধ্যে এশিয়ার রয়েছে ৫টি। কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব। এর মধ্যে কাতার আয়োজক দেশ হওয়ার কারণে সরাসরি সুযোগ পাচ্ছে।

ইউরোপ থেকে  নিশ্চিত হয়েছে ১২টি দেশ। সেগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, ক্রেয়েশিয়া, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে। আফ্রিকা অঞ্চল থেকে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া ও ক্যামেরুন এবং কনকাকাফ অঞ্চল থেকে কানাডা।

একনজরে কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়া দেশগুলো

কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, ক্রেয়েশিয়া, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া, ক্যামেরুন ও

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *