ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে আটক

ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ করার সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির কাছে প্রতিবাদ চলাকালীন তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার বিলের প্রতিবাদে কংগ্রেসের নেতৃবৃন্দ অমিত শাহর বাড়ির কাছে বিক্ষোভ কর্মসূচি চলছিল। তখন দিল্লি কংগ্রেসের মহিলা শাখার প্রধান শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে পুলিশ।

দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে শর্মিষ্ঠা মুখার্জি বলেন, দিল্লি মহিলা কংগ্রেসের প্রায় ৫০ জন নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

দিল্লিতে বিতর্কিত বিলের প্রতিবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণে বড় কোনও সমাবেশ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ বৃহস্পতিবারের মতো শুক্রবারেও বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে প্রায় কয়েকশো মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন ডি রাজা, সীতারাম ইয়েচুরি, নীলোৎপাল বসু, বৃন্দা করাত, অজয় মাকেন, সন্দীপ দীক্ষিত এবং সমাজকমী যোগেন্দ্র যাদব ও উমর খালিদ সহ অনেকেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *