ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক সান্দ্রোর দেয়া দুটি পাস জুভেন্টাসকে জয় এনে দিয়েছে। দুর্দান্ত এক হেড করেছেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে অসাধারণ ভলিতে গোল তুলে নিয়েছেন পাউলো দিবালা। সিরি আ’র ম্যাচে স্প্যাম্পডোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তুরিনের দলটি।
বুধবার স্টাডিও কুমুনেল লুইগি ফেরারিসে প্রথমার্ধের ১৯তম মিনিটে গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। যদিও কিছুক্ষণ পরেই সমতায় ফেরে স্প্যাম্পডোরিয়া।
৩৫ মিনিটের মাথায় ইতালিয়ান ফরোয়ার্ড গিয়ানলুকা কাপরারি গোল করেন। তবে বিরতিতে যাবার আগেই গোল তুলে দলকে আবারও এগিয়ে দেন রোনলাদো। ৪৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন সিআর সেভেন।
চলতি মৌসুমে ১৭ ম্যাচ খেলে জুভিদের অবস্থান সবার উপরে। ১৩ জয় তিন ড্র ও এক হারে মোট পয়েন্ট ৪২। এদিকে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।