২০১৯ সালের সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করল ফোর্বস। এই প্রথম দুই অভিনেত্রী প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন।
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী আলিয়া ভাট ৫৯ কোটি ২১ লাখ রুপি আয় করে আট নম্বরে এবং ৪৮ কোটি রুপি আয় করে দীপিকা পাডুকোন দশম স্থানে রয়েছেন।
একশো জনের নামের তালিকায় এক নম্বরে আছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার। এ বছর তার মোট আয় ২৯৩ কোটি ২৫ লাখ রুপি। তৃতীয় স্থানে নেমে এসেছেন সালমান খান। তার মোট আয় ২২৯ কোটি ২৫ লাখ রুপি। চলতি বছরে অমিতাভ বচ্চনের মোট আয় ২৩৯ কোটি ২৫ লাখ রুপি।
এছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছেন শাহরুখ খান ১২৪ কোটি ৩৮ লাখ রুপি এবং সপ্তমে উঠে এসেছেন রণবীর সিং ১১৮ কোটি ২ লাখ।
ফোর্বস-এর ওয়েবসাইটে বলা হয়েছে শুধুমাত্র ২০১৯ সালে তারকাদের আয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়নি। তালিকা তৈরির সময়ে মাথায় রাখা হয়েছে তারকাদের জনপ্রিয়তাও।