পয়েন্ট হারাল রিয়ালও

লা লিগায় বার্সেলোনার পর পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদও। আগেরদিন লিওনেল মেসিরাও রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ফিরেছে পয়েন্ট ভাগাভাগি করে। এবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো লস ব্লাঙ্কোসদেরও।

রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শীর্ষে উঠতে ব্যর্থ হলো জিনেদিন জিদানের শিষ্যরা।

মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ভ্যালেন্সিয়ার উপর চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি রিয়াল। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।

এদিকে, দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার খেলা ছিল বেশ গোছালো। ম্যাচের ৭৮তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেন কার্লোস সোলের।

তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় পাল্টে যায় চিত্রপট। অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন করিম বেনজেমা। আর এই গোল করে আবারও লা লিগায় শীর্ষ গোলদাতার স্থান পুনরুদ্ধার করলেন ফরাসি এই ফরোয়ার্ড।

এ ড্রয়ের ফলে পয়েন্টের হিসেবে আবারও বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল। ১৬টি করে ম্যাচ খেলা দুদলের পয়েন্ট সমান ৩৫। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থেকেই আগামী বুধবারের ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে মেসিরা। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *