ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঘটনার সূত্রপাত। স্বাগতিক ভারত নিজেদের মাঠে তুলনামূলক দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে।
এমন হারের পর অবশ্য ভারতীয়রা কিছুটা দোষ চাপাতে চাচ্ছেন আম্পায়ারের উপর। আম্পায়ারের সিদ্ধান্ত তাদের পক্ষে গেলেও ম্যাচের ফলাফল ভারতের পক্ষে যাওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ।
ঘটনা ভারতের ইনিংসের ৪৭ ওভার চার বলের সময়। রবীন্দ্র জাদেজার রান আউটের সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয় বিতর্ক।
আম্পায়ার তাকে প্রথমে নট আউট দেন। কিন্তু জায়ান্ট স্ক্রিনে যখন ওই ঘটনার রিপ্লে দেখানো হতে থাকে, তখন দেখা যায় জাদেজা সময় মতো দাগ পার করতে পারেননি।
এর পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের আবেদনে সাড়া দিয়ে আম্পায়াররা সাহায্য চান থার্ড আম্পায়ারের। থার্ড আম্পায়ার পুনরায় দেখে জাদেজাকে আউটের সিদ্ধান্ত দেন।
স্বাভাবিক ভাবেই আম্পায়ারের সিদ্ধান্তে একদম খুশি নন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। প্রশ্ন তুলেছেন আম্পায়ারের এত দেরী করে সিদ্ধান্ত বদল নিয়ে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রকাশ করেন বিরাট।
তিনি বলেন, ফিল্ডার রান আউটের আবেদন করেছিল, আম্পায়ার বলেছেন নট আউট। বিষয়টি সেখানেই শেষ। বাইরে বসে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, তারা কিন্তু ফিল্ডারকে ফের আবেদন করার নির্দেশ দিতে পারেন না। এত দিনের ক্রিকেট জীবনে কখনও এই অভিজ্ঞতা হয়নি।
এছাড়া ভবিষ্যতে এমন আউট দেয়ার আগে আম্পায়ারদের বিষয়টা নিয়ে ভাবার অনুরোধ জানান কোহলি।