রাজধানীতে পৃথক স্থানে দুই বাসে আগুন

রাজধানীর পৃথক দুটি স্থানে শনিবার যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা সোয়া ৩টার দিকে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। আর বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাস আগুন লেগে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অপরদিকে বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালায়।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত। বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। এরপরই হঠাৎ আগুন জ্বলে ওঠে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *