কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গ্রেফতার


আর্ন্তজাতিক ডেস্ক : প্রায় দেড় মাস গৃহবন্দি রাখার পর কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য ও ন্যাশন্যাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আব্দুল্লাহকে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার দেখিয়েছে ভারতীয় প্রশাসন।

ভারতের সংবিধানে দেয়া কাশ্মীরিদের বিশেষ সুবিধা বাতিলকে কেন্দ্র করে চলতি মাসের ৫ আগস্ট থেকে আব্দুল্লাহকে গৃহবন্দি করে রাখা হয়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে জননিরাপত্তা আইনে (পিএসএ) দেখানো হয় তাকে।

পাকিস্তান ভিত্তিক সংবাদ সংস্থা দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ আইনে যেকোনো ব্যক্তিকে বিচার ছাড়াই দুই বছর পর্যন্ত আটকে রাখার বিধান রয়েছে।

গত ৫ আগস্ট প্রবল সমালোচনার মুখে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরদিন বলেছিলেন, তাকে আটক রাখা হয়নি, সাজাও দেয়া হয়নি, তিনি স্বেচ্ছায় নির্বাসিত আছেন।

যদিও ফারুকের পক্ষ থেকে তখন দুজন এনসি নেতা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মিথ্যাচার করেছেন।

ভারতীয় দৈনিক দ্য হিন্দু পত্রিকা সেই সময় জানিয়েছিল, ৩৭০ ধারা বাতিল করার আগে ফারুক আব্দুল্লাহ ও তার পুত্র ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করেছিলেন নরেদ্র মোদি।

এদিকে সোমবার ভারতের সুপ্রিমকোর্ট আগামী ৩০ সেপ্টেম্বর ফারুক আবদুল্লাহর মামলাটির শুনানির দিন ধার্য করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *