ভারত রপ্তানিমূল্য না কমালে আরো বাড়বে পেঁয়াজের দাম


রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫ টাকা বেড়েছে। রোববার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৬৫তে। ব্যবসায়ীদের দাবি, ভারত রপ্তানি মূল্য না কমালে দেশের বাজারে দাম আরো বাড়তে পারে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে সংকট সমাধানে অন্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা উচিত। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে মনিটরিং জোড়দার করার পরামর্শ তাদের।

ভারতের কয়েকটি রাজ্যে বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। নিজেদের বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানি মূল্য প্রতি টনে ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করে দেশটি। এর প্রভাবে গত কয়েকদিনে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি প্রায় বন্ধের পথে।

তিনগুন রাজস্ব মিটিয়ে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু না হতেই বাজারে বাড়তে শুরু করেছে এর দাম। রাজধানীর শ্যামবাজারের আড়ৎদাররা জানান, গত তিন দিনে পাইকারি বাজারে দর বেড়েছে ২০ টাকা। কারওয়ান বাজারের পাইকাররা পেঁয়াজ বিক্রি করছেন আরো ১০ টাকা বাড়তি দামে।

আমদানি ও পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির প্রভাব ভালোভাবেই পড়েছে খুচরা বাজারে।

সংকট সমাধানে ভারতের পাশাপাশি চীন ও আফগানিস্তানসহ অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ ক্যাব সভাপতির।

সাধারণ ভোক্তাদের আশা, বাণিজ্য মন্ত্রণালয় কঠোর মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *