অবশেষে অভিবাসী বহনকারী জাহাজটিকে বন্দরে ভিড়তে দিল ইতালি

আর্ন্তজাতিক ডেস্ক : ছয়দিন ধরে সমুদ্রে ভাসমান ৮২ জন অভিবাসীকে উদ্ধার করে আনা উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিংকে লাম্পেদোসা দ্বীপে ভিড়তে দিল ইতালি এবং অভিবাসীদের বন্দরে নামবার অনুমতি দিল।

বলা হচ্ছে, এটা করা হয়েছে কারণ এই অভিবাসীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে পাঠানো হবে।

অনেকে মনে করছেন, অভিবাসীদের প্রতি এই আচরণের পরিবর্তন মঙ্গলবার দেশটিতে যে নতুন জোট করা হয়েছে তার পক্ষ থেকে হয়েছে।

এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ম করে দেশটিতে যেসব দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজ অভিবাসীদের নিয়ে আসতো তা আটকে দিত।

ইতালির পররাষ্ট্র মন্ত্রী দেশটির টেলিভিশনে বলেছেন, একটা নিরাপদ বন্দর ঠিক করা হয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়ন আমাদের অনুরোধ রেখে বেশির ভাগ অভিবাসী নিতে রাজি হয়েছে।

তবে তিনি এটাও যোগ করেন, এর অর্থ এই নয় যে আবারও উন্মুক্ত বন্দরের নীতিতে ফিরে যাচ্ছি।

‘এটা পরিষ্কার যে আগের সরকারের সময় আমাদের লক্ষ্য ছিল যেসব অভিবাসী ইতালিতে আসছে তাদেরকে ইইউভূক্ত অন্যান্য দেশে পাঠিয়ে দেয়া’।

এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার এক টুইটে বলেছেন একটা ইউরোপিয়ান চুক্তি হয়েছে ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং লুক্সেমবার্গে মধ্যে যার ফলে দরকার হলে তাদেরকে তীরে আসতে দেয়া হবে।

তিনি বলেন, আমাদের এখন দরকার একটা বাস্তব সাময়িক ইউরোপিয়ান ব্যবস্থা। অর্থাৎ ইইউ একটা ব্যবস্থা নিচ্ছে যদিও সেটা প্রাথমিকভাবে সাময়িক।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের ওই চুক্তি অনুযায়ী তার দেশ ইতালি থেকে ২৫ শতাংশ উদ্ধার করা অভিবাসী নেবে।

ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা অক্টোবরে মাল্টাতে এক সম্মেলনে যোগ দেবেন। যেখানে তারা একটা বৃহৎ চুক্তিতে পৌঁছাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *