মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত একদিনে নতুন করে ২ হাজার ৫২৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ৩৫৫ জন। স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৪ জন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন, ২ হাজার ৫২৩ জন দেশে সংক্রমিত হয়েছেন। তবে, গত একদিনে নতুন করে কারো মৃত্যু হয়নি, দেশটিতে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রনালয়ের রিপোর্টে বলা হয়, একদিনে ২ হাজার ৩৫৯ জন কোভিড মুক্ত হয়েছেন, মোট করোনামুক্ত হয়েছেন ৪৫ লাখ ৫ হাজার ১৯৯ জন। ৩০ হাজার ৩৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে ৪৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন, ২২ জনকে অক্সিজেন সহায়তা দেয়া হচ্ছে।
রিপোর্টে বলা হয়, শনিবার একদিনে ৫ হাজার ৯৫৮ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে, জনসংখ্যার অন্তত ৮৫.৯ শতাংশ একটি ডোজ পেয়েছে, ৮৩.৬ শতাংশ দুই ডোজ পেয়েছে এবং ৪৯.৪ শতাংশ বুস্টার ডোজ পেয়েছে।
2022-07-03