মহানবী (সা.)-কে অবমাননা ভারতের ঝাড়খন্ডে ২ বিক্ষোভকারী নিহত

রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস দুই বিক্ষোভকারীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর হাসপাতালে দুই আহত ব্যক্তির মৃত্যু হয়। আহত আরও ১০ বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের পর ঝাড়খন্ডের রাজধানী রাঁচির বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা বিজেপি নেতা নূপুর শর্মার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যে নিন্দার ঝড় বইছে।

গতকাল রাঁচির প্রধান সড়কে সমবেত বিক্ষোভকারীরা বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করলে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং বিক্ষোভকারীদের লাঠিপেটা করে।

রাঁচির পুলিশপ্রধান অংশুমান কুমার বলেন, গুলিতে আহত দুজনের মৃত্যু হয়েছে। আহত আট দাঙ্গাকারী ও চার পুলিশ সদস্যকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্তের পর জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিধিনিষেধ জারি রয়েছে।

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন নূপুর শর্মা। তবে তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকালও ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *