শেষ ওভারে মুস্তাফিজের ঝলক

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সপ্তম ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
গতরাতে টুর্নামেন্টের ৪১তম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। এরমধ্যে কোলকাতা ইনিংসের শেষ ওভারে ২ রানে ৩ উইকেট নেন ফিজ।
নিজের প্রথম ওভারে ২ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে দেন ৫ রান। ফিজের তৃতীয় ওভারটি ব্যয়বহুল ছিলো। ২টি চারে ১০ রান দেন তিনি।
আর শেষ ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেন মুস্তাফিজ। শেষ বলে হ্যাট্টিক করার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি।
ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় কোলকাতা। মুস্তাফিজের সাথে বল হাতে সফল ছিলেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ৩ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ।
১৪৭ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে ও এক ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে দিল্লি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে দিল্লি।
এখন পর্যন্ত এবারের আসরে বল হাতে ৭ ম্যাচে ২৮ ওভার বল করে ২০৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *