জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে আজ কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান এবং কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে শ্যামলী রায় স্বর্ন পদক জয় করেছেন।
সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় আজ টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামান ফাইনালে ১৪৯-১৪১ স্কোরে নিজ দলের মো: আবুল কাশেম মামুনকে হারিয়ে স্বর্ন পদক জয় লাভ করেন। ইভেন্টে আর্মি আরচারি ক্লাবের মিঠু রহমান ১৪৩-১৪২ স্কোরে বিকেএসপির হিমু বাছাড়কে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে পুলিশ আরচারি ক্লাবের শ্যামলী রায় ফাইনালে ১৪৪-১৪০ স্কোরে বাংলাদেশ আনসারের সুমা বিশ্বাসকে হারিয়ে স্বর্ন জয় করেন। এই ইভেন্টে বিকেএসপির পুস্পিতা জামান ১৪১-১২৮ স্কোরে এএসপিটিএস আরচারি ক্লাবের সায়মা আক্তার সেতুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
2022-03-28