বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা হেল্প সেল ,করোনা আক্রান্তদের সেবায় চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধক ও সার্বিক সহযোগিতায় করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জনাব মির্জা আব্বাস এবং সভাপতিত্বে ও সার্বিক সহযোগিতায় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাবা আফরোজা আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও নব গঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম , মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু , বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল এর সাধারাণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিক সহ অনেকে।
আরো উপস্থিত ছিলেন নব গঠিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এর সংগ্রামী আহ্বায়ক ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল এর সদ্য বিদায়ী সভাপতি খন্দকার এনামুল হক এনাম , সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক সহ অনেকে।
আরো উপস্থিত ছিলো ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল এর সদস্য সচিব আলামিন ,
সাথে উপস্থিত ছিলো শাহবাগ থানা ছাত্রদল সহ বিভিন্ন থানা ছাত্রদল , যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।