শুক্রবার উদ্বোধন হওয়া আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত হয়েও যাননি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকাল বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের দলীয় নেতাদের আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন দেশে ছিলেন না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরেই প্রধান শরিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন। জোটের এই দুই শীর্ষ নেতার ফোনালাপের পর শরিকদের কাছে এই বার্তা পৌঁছানো হয় যে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের কেউ যাচ্ছেন না।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে গণফোরামের নির্বাহী সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ড. কামাল হোসেন রাতে দেশে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেন এবং সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের কেউ যাবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভবনে ডেকে যেসব দলের সঙ্গে মতবিনিময় করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের সবাইকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দাওয়াত দিয়েছেন।
এরই অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপির চারজন, গণফোরামের তিনজন, জেএসডির দুইজন এবং নাগরিক ঐক্যফ্রন্টের একজন দাওয়াত পান।