মেক্সিকোর হ্যালিসকো রাজ্যের এক মহাসড়কে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।
বুধবার দেশটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ভ্যানটিতে আগুন ধরে যায়।
আহত একজন পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা শিশুকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত কয়েকজনের মৃতদেহ পুরোপুরি দগ্ধ হয়ে গেছে।
এক বিবৃতিতে হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের একপাশে গাছের গুড়ি ভর্তি দাঁড়ানো একটি ট্রাকের ওপর চলন্ত একটি নিশান ভ্যান এসে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ার পর আগুন ধরে যায়।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া রয়টার্সের এক ফটোসাংবাদিক জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া গাড়ি থেকে মৃতদেহ বের করে প্ল্যাস্টিক ব্যাগে মুড়িয়ে মর্গে নিয়ে যাচ্ছেন ফরেনসিক কর্মীরা। মহাসড়কটির একপাশে গাড়ি চলাচল বন্ধ আছে।