টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। মূলত একজন মডেল হিসেবেই ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে টেলিভিশন সিরিয়ালে দেখা যায়।
মিমি ফেমিনা মিস্ ইন্ডিয়াতে অংশগ্রহন করেন। গানের ওপারে ধারাবাহিকটি তাকে পরিচিতি এনে দেয়।
তবে চলচ্চিত্রই তার আসল ঠিকানা। সেটি জানান দেন ২০১২ বাপি বাড়ি যা ছবির মাধ্যমে।
ক্যারিয়ার জুড়ে বাঙালী বাবু ইংলিশ মেম, প্রলয়, বোঝেনা সে বোঝেনা, যোদ্ধা-দ্য ওয়ারিয়র-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন।
২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি।
নিজের নামে ইউটিউব চ্যানেলে রয়েছে তার। সেখানে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। মডেল হওয়ার পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের নাম ‘আনজানা’। ইংরেজি এবং হিন্দিতেই গাওয়া হয়েছে এই গান।
মিমির জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। তার শৈশবকাল কেটেছে অরুনাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে।
পরে তিনি পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে তার পৈত্রিক বাড়িতে ফিরে আসেন। মিমি জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলে পড়েছেন। এরপর পড়ালেখা করেন বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে। কলকাতায় ফিরে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।