নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের কারণে অশান্ত হয়ে উঠছে ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষুদ্ধ জনতাকে ঠেকাতে সেনা বাহিনীও নামিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যেই পশ্চিমবঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। খবর আনন্দবাজার প্রত্রিকা’র।
টানা তৃতীয় দিন রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জালিয়ে বিক্ষোভ করেছেন।
রাজ্যের পরিস্থিতি রোববারও নিয়ন্ত্রণে না আসায় ইন্টারনেট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকার সূত্রে জানা যায়। রাজ্যের মালদহ, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় এবং দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও বারুইপুরের কিছু অংশ এবং বসিরহাট ও বারাসত মহকুমারও কিছু জায়গায় ইন্টারনেট নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করা হচ্ছে।
পরিস্থিতি খতিয়ে দেখে সেই নিয়ন্ত্রণের পরিধি আরও বাড়ানো হতে পারে এবং উত্তর দিনাজপুরেও এই নিয়ন্ত্রণ কার্যকর করা হবে বলে জানা যায়।