রোমান সানাকে বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র‍্যাংকিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জেতা রোমান সানা দেশে ফিরেছেন। সোমবার দুপুরে ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও আর্চারি ফেডারেশন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন।

গেল শুক্রবার ফিলিপাইনে চীনের চীনের শি ঝেনকিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এ সম্মান অর্জন করেন তিনি।

এছাড়া পদক এসেছে রিকার্ভ মিশ্র দ্বৈতেও। রোমান ও বিউটি রায় জুটি জিতেছে ব্রোঞ্জ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে চাইনিজ তাইপেকে।

জাতীয় আর্চারি দল বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিমান বন্দরে রোমান সানাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রোমান সানাসহ জাতীয় আর্চার দলের এ অর্জনে দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত ও গর্বিত। আগামীতেও আমাদের সোনার ছেলেরা সাফল্য অব্যাহত রেখে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবে বলে আমি আশা রাখি। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি।

এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহেদ রেজা ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ও মধুমতি ব্যাংক লিমিটেডর উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *