বিনোদন ডেস্ক : ‘জ্যাম’ ছবিতে অভিনয় করার জন্য বাংলাদেশে আসার কথা ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু ভিসা জটিলতায় তিনি আটকে গেলেন।
সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, সোমবার থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের শুটিং শুরু করার কথা। কিন্তু ভিসা না পাওয়ায় গতকাল রোববার রাতে তিনি ঢাকায় আসতে পারেননি।
নেয়ামূল বলেন, জ্যাম ছবির প্রায় ষাট ভাগ কাজ শেষ হয়েছে। ঋতুপর্ণা আসতে না পারায় শুটিং পিছিয়ে দিতে হলো। এর মধ্যে তিনি ভিসা পেলে আগামী ২৪ তারিখ থেকে টানা চার-পাঁচ দিন কাজ করে চলে যাবেন পরে অক্টোবরে আবার এসে বাকি কাজ শেষ করবেন।
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলি মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে জ্যাম ছবিটি প্রযোজনা করা হচ্ছে। গত বছরের ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তখন ঋতুপর্ণাকে সবার ‘জ্যাম’ ছবির নায়িকা হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।