‘বিজ্ঞান-প্রযুক্তির বিকাশ ছাড়া দেশ উন্নয়ন করা সম্ভব নয়’


আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান-প্রযুক্তির বিকাশ ছাড়া দেশ কখনও উন্নত হতে পারে না। তাই তথ্য-প্রযুক্তি বিকাশর ঘটিয়ে আর্থসামাজিক উন্নয়নে পরিধি বৃদ্ধি করতে হবে।

আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘ড.কালাম স্মৃতিপদক-২০১৯’পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলায় অসামান্য অবদান, জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদান রাখায় এ পুরস্কার দেওয়া হলো।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। জ্ঞান ও প্রযুক্তি দিয়েই সমস্যার সমাধান করতে হবে। দূর করতে হবে সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধ বিশ্বাস; ছড়িয়ে দিতে হবে যুক্তিনির্ভরতা।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী, ভারতরত্ন ড. এ পি জে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *